Wellcome to National Portal

পিটিআই নেত্রকোনার ওয়েব পোর্টালে সবাইকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) নেত্রকোণা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর আওতাধীন একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। ১৯৬৪ সালে স্থাপিত এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণবিহীন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন বিষয়ের জ্ঞানার্জনের পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদানের বিভিন্ন কলাকৌশল বিষয়ক মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়। পূর্বে এক বছর ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের নাম ‘সার্টিফিকেট ইন এডুকেশন’ কোর্স বা সি-ইন-এড কোর্স। পরবর্তীতে জুলাই/২০১৩ সাল থেকে দেড় বছর মেয়াদী ‘ডিপ্লোমা ইন প্রাইমারী এডুকেশন’ কোর্স বা "ডিপিএড" কোর্স চালু হয়। ২০১৪ সাল হতে ২০২৩ সাল পর্যন্ত দেড় বছর মেয়াদী ‘ডিপ্লোমা ইন প্রাইমারী এডুকেশন’ কোর্স বা "ডিপিএড" পরিচালিত হয়। প্রশিক্ষণ শেষে শিক্ষকগণ স্ব স্ব কর্মস্থলে ফিরে গিয়ে প্রশিক্ষণলব্ধ জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োগ করে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে বলিষ্ট ভূমিকা রাখে।